বৃষ্টি থেকে বাঁচাবে ‘জাদুরছড়ি’ (ভিডিওসহ)

বর্ষায় হাতে ছাতা না থাকলে কি বিপদেই না পড়তে হয়। আবার সেই ছাতা নিয়ে পথ চলতেও হাজারো সমস্যা। বাতাস একটু জোরে বইলেই ছাতা উল্টে পট পট করে শিক ভেঙে একাকার। এরপর শিকের কোনা কানা লেগে ফুটো হতে থাকে ছাতা।

কিন্তু এখন আর সেই সব ভয় নেই। কারণ বাজারে আসছে এক ‘জাদুরছড়ি’। নাম ‘এয়ার আমব্রেলা’ অর্থাৎ ‘হাওয়া ছাতা’। যা অদৃশ্য থাকবে কিন্তু বৃষ্টি থেকে রক্ষা করবে আপনাকে।

ভাবছেন, এটা আবার কি ধরণের ছাতারে বাবা?

বলছি শুনুন।

চীনা গবেষক ছোয়াঙ ওয়াঙ তৈরি করেছেন এই এয়ার আমব্রেলা। এটি দেখতে লাঠির মত। এটাকে ‘জাদুরছড়ি’ও বলতে পারেন। এই ছড়িটাই ছাতার মত করে ধরে রাখতে হবে। জাদুরছড়ির সুইচ টিপলেই বৃষ্টি আপনার মাথায় আর পড়বে না।

ভাবছেন কিভাবে কাজ করবে এই ‘জাদুরছড়ি’।  এই ছড়ির ওপরে রয়েছে একটি সুইচ ও বায়ু নিয়ন্ত্রণ করার যন্ত্র। মাঝখানে রয়েছে লিথিয়াম ব্যাটারি। একদম উপরে আছে পাম্প। সুইচ টিপলে পাম্প থেকে হাওয়া বের হয়। ফলে বৃষ্টির পানি সেই হওয়ায় ফলেই পাশে ছিটকে পড়ে যাবে।

যদিও নতুন এই ছাতা নিয়ে এখনও গবেষণা চলছে। আগামী ২০১৫ সালের ডিসেম্বর মাসেই মধ্যেই এটি বাজারে পাওয়া যাবে। ছাতাটির দাম পড়তে পারে ৮৮ ডলার (বাংলাদেশী মুদ্রায় ছয় হাজার ৮১৫ টাকা)।

 

ভিডিওর জন্য নিচের লিংকে ক্লিক করুন :

Similar Posts

error: Content is protected !!