সংবাদদাতা ।।
ভাটিবাংলা সুইমিং ক্লাব জাতীয় বয়সভিত্তিক সাঁতারে সাফল্য অর্জন করায় সংবর্ধনা দেয়া হয়েছে। নিকলী উপজেলা পরিষদের হলরুমে ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ভাটিবাংলা সুইমিং ক্লাবের কৃতি সাঁতারুদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম।