হাটহাজারীতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, মামলা ৮০

মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

ট্রাফিক সপ্তাহ উপলক্ষে সারা দেশের ন্যায় উপজেলাধীন হাটহাজারীতেও বিশেষ অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। বুধবার (৮ আগস্ট ২০১৮) সকাল সাড়ে দশটা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত ট্রাফিক আইন অমান্য করায় সড়কে যান চলাচলের বিরুদ্ধে বিশেষ অভিযানে ৮০টি মামলা ও ১৫টি গাড়ি আটক করা হয়েছে। অভিযানের নেতৃত্বে ছিলেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা আল মাসুম। সকাল থেকে এ অভিযানে গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স সঠিক পাওয়ায় প্রায় ৩০জন চালককে ফুল দিয়ে সম্মানিত করেন পুলিশ সুপার সহ উত্তর জেলা ও হাটহাজারী ট্রাফিক জোনের অফিসার শাহ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তবে নগদ অর্থদণ্ড কাউকে করা হয়নি। উল্টোপথে গাড়ি চালানো, হাইড্রোলিক হর্ণ ব্যবহার, হুটার ও বিকন লাইট ব্যবহার, মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহারের কারণে ৮০টি মামলা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যস্ততম সদরের বাসস্টেশন জিরো পয়েন্ট যানজট এলাকা ছিল একদম ফাঁকা। বেলা বাড়ার সাথে সাথে কিছুটা গাড়ি বাড়তে থাকলে শুরু হয় এ অভিযান। এ সড়ক দিয়ে চট্টগ্রাম পার্বত্ব্য এলাকাসহ ২২টি সড়কে যোগাযোগের ব্যবস্থা আছে। প্রতিদিন যানজটের নগর হিসেবে পরিচিত তীব্র ভোগান্তির মোড় একদম ফাঁকা ছিল। ট্রাফিক বিভাগের সকল দায়িত্বশীল কর্মকর্তা রোদের তাপদাহে দাঁড়িয়ে গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স চেকসহ ফিটনেস পরীক্ষা করতে দেখা গেছে। সড়ক দুর্ঘটনা রোধ ও চালক, যাত্রী, পথচারীদের সচেতন করতে বিভিন্ন পরামর্শ দিচ্ছে পুলিশ।

ট্রাফিক পুলিশদের দাবি আমরা সর্বাত্মক চেষ্টা করি সড়কের যানজট নিরসন করতে। কিছু অনভিজ্ঞ চালক সড়কের নিয়ম-নীতি না জানার কারণে দেশে দুর্ঘটনার হার বাড়ছে। অকালে হারাচ্ছে অনেক তরতাজা প্রাণ। সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশেষ অভিযানে বেশিরভাগ মোটর সাইকেলের মামলা হয়েছে বলেও জানা যায়। গাড়ির ডকুমেন্ট, ড্রাইভিং লাইসেন্সসহ যাবতীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হতে দেখা গেছে অনেক গাড়ি চালককে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গাড়িচালক প্রতিবেদককে জানান, বিআরটিসি কর্তৃপক্ষ চালকদের ড্রাইভিং লাইসেন্স বন্ধ করে দিয়েছে। যার ফলে বিগত কয়েক বছর আমরা গাড়ি চালালেও কোনো সঠিক অভিজ্ঞতা পাইনি। লাইসেন্স তৈরি করতে পারিনি। বিআরটিএ’তে গেলে দালালদের খপ্পরে পড়ে অনেকেই বিভ্রান্ত হতে হয়। আমরা চাই সরকারি নিয়ম নীতি অনুযায়ী সড়কে আমরা গাড়ি চালাতে। কে চায় সড়কে কোনো পথচারীর জীবন কেড়ে নিতে। দেখে শুনে সড়ক দুর্ঘটনা ঘটাতে। সঠিক নিয়ম অনুযায়ী বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে ও চালকদের ড্রাইভিং অভিজ্ঞতার জন্য ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করতে তারা দাবি জানান। দুর্ঘটনা রোধে হাটহাজারীর সড়ককে নিরাপদ সড়ক হিসেবে চায় গাড়ি চালকরা।

হাটহাজারী ট্রাফিক সার্জেন্ট রবিউল হোসেন জানান, সকাল থেকে এ পর্যন্ত কাগজপত্র, লাইসেন্স দেখাতে ব্যর্থ ৮০টি গাড়িকে মামলা দেয়া হয়েছে। যানজট নিরসন ও দুর্ঘটনা রোধ করতে এ অভিযান চলমান থাকবে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম প্রতিবেদককে বলেন, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে সারা দেশের ন্যায় হাটহাজারীতেও সকাল থেকে পুলিশের বিশেষ অভিযান চলছে। গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র, ফিটনেস পরীক্ষা, অবৈধ গাড়ি পাকিং, যত্রতত্র যানজট মুক্ত করতে বাসস্টেশন জিরো পয়েন্টে আমরা অভিযান চালাচ্ছি। যে সব গাড়ির কাগজপত্র, লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়েছে তাদের গাড়িগুলোকে মামলা দিয়েছি ও যে সব গাড়ির সকল প্রয়োজনীয় সব দেখাতে পেরেছে তাদেরকে পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে সম্মাননা দিয়েছি। অভিযানের মধ্যে মধ্যে পথচারী, যাত্রী ও চালকদের সড়ক দুর্ঘটনা রোধ করতে সচেতনতামূলক পরামর্শ দিয়েছি। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Similar Posts

error: Content is protected !!