ছেলেকে ক্যান্সার আক্রান্ত সোনালী বেন্দ্রের আবেগী বার্তা

আমাদের নিকলী ডেস্ক ।।

মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে। নিউ ইয়র্কে তার ক্যান্সারের চিকিৎসা চলছে। তার সঙ্গে নেই পরিবারের অনেক সদস্যই। সঙ্গে নেই একমাত্র ছেলে রণবীরও। তাকে প্রতিনিয়তই মিস করেন সোনালী।

তবে ছেলের জন্মদিনে এই মিসটা যেন বেদনার সুর বাজছে তার মনে। সোশ্যাল মিডিয়ায় সে বার্তাই দিয়েছেন এই অভিনেত্রী।

একটি ভিডিও শেয়ার করে সোনালী লিখেছেন, “রণবীর আমার সূর্য, আমার চাঁদ, আমার তারা, আমার আকাশ… হয়তো আমার কথাগুলো মেলোড্রামার মতো শোনাচ্ছে, কিন্তু তোর ১৩তম জন্মদিন এটাই ডিজার্ভ করে। তুই টিনএজার এখন। আমি তোকে বোঝাতে পারব না তোর জন্য কতটা গর্বিত আমি। শুভ জন্মদিন।”

তিনি আরো লিখেছেন, “এটা প্রথমবার যখন তোর জন্মদিনে আমরা একসঙ্গে নেই। খুব মিস করছি তোকে। অনেক অনেক ভালবাসা…”

জানা গেছে, কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য সম্প্রতি মুম্বাই ফিরে এসেছেন সোনালীর স্বামী গোল্ডি বহেল। ছেলের জন্মদিনে তিনিই সঙ্গে ছিলেন রণবীরের।

এদিকে ভালো কিছুর প্রত্যাশাতেই চলছে সোনালীর চিকিৎসা। চলতি মাসের প্রথমে গোল্ডি জানিয়েছিলেন, কেমোথেরাপি শুরু হয়েছে সোনালীর। চিকিৎসকদের সম্পূর্ণ সহযোগিতা করছেন অভিনেত্রী। এই অসুখ যে শরীরে ছড়িয়ে পড়েছে (মেটাস্টেসিস) তা প্রথমে টেরই পাননি সোনালী। তাই অবস্থা কিছুটা গুরুতর। ফেসবুক ও টুইটারে নিজেদের দুশ্চিন্তার কথা প্রকাশ করে এই অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন বহু তারকা।

সূত্র : জাগো নিউজ, ১১ আগস্ট ২০১৮

Similar Posts

error: Content is protected !!