নিকলীতে বিধি লঙ্ঘনের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

আমাদের নিকলী ডেস্ক ।।

নিকলীতে মেয়াদোত্তীর্ণ খাদ্য ও পণ্য বিক্রি এবং পণ্যের মোড়কজাতকরণ বিধি লঙ্ঘনের অপরাধে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (১ অক্টোবর ২০১৮) দুপুরে উপজেলার রোদার পুড্ডা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেনের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় এই জরিমানা করা হয়।

এর মধ্যে মেয়াদোত্তীর্ণ খাদ্য ও পণ্য বিক্রির অপরাধে মাসুদ স্টোরকে তিন হাজার টাকা, আব্দুল্লাহ স্টোরকে দুই হাজার টাকা, নূর চাঁন স্টোরকে ১০ হাজার টাকা ও বিসমিল্লাহ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পণ্যের মোড়কজাতকরণ বিধি লঙ্ঘনের অপরাধে আব্দুল কুদ্দুস স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে জব্দ করা খাদ্য ও পণ্য ধ্বংস করা হয়।

কিশোরগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, নিকলী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজির মামুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সূত্র : কিশোরগঞ্জ নিউজ, ১ অক্টোবর ২০১৮

Similar Posts

error: Content is protected !!