“শিগগিরই সারাদেশে সম্প্রসারণ হবে মোবাইল স্কুল কার্যক্রম”

আমাদের নিকলী ডেস্ক ।।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, মোবাইল স্কুলের (বাসের ভিতরে স্কুলের কাঠামো) কার্যক্রম অতি শিগগিরই সারাদেশে সম্প্রসারণ করার উদ্যোগ নেয়া হবে।

সোমবার (১ অক্টোবর ২০১৮) ইস্কাটনে দু’টি নতুন ভ্রাম্যমান স্কুলবাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উদ্বোধনকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান, হোপ’৮৭ বাংলাদেশ-এর প্রধান রেজাউল করিমসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নুরুল ইসলাম বলেন, মোবাইল স্কুলের কার্যক্রমটি বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে চলমান আছে। বর্তমানে প্রায় ৬০০ শিশু এই কার্যক্রমের সাথে অন্তর্ভুক্ত। অতিশিগগিরই এই কার্যক্রমটি অন্যান্য জেলায় সম্প্রসারণ করার উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, আমাদের সমাজে অনেক শিক্ষার্থী স্কুলে যাওয়ার সুযোগ পায় না। তাদের জন্য এই ভ্রাম্যমাণ স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে।

উল্লেখ্য, শিক্ষার্থীরা স্কুলে যাবে না। স্কুল যাবে শিক্ষার্থীদের কাছে। এমন ব্রত নিয়ে ২০০৯ সালে চট্টগ্রামে মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ভ্রাম্যমাণ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। চট্টগ্রামের পর এবার ঢাকায় তাদের কার্যক্রম শুরু হলো। বাসস

Similar Posts

error: Content is protected !!