নিকলীতে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ডিজিটাল মেলা

বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ৪ অক্টোবর থেকে শুরু হয়ে তিন দিনের ডিজিটাল উন্নয়ন মেলা ৬ অক্টোবর শনিবার সমাপ্ত হয়েছে। বর্ণিল আয়োজনে অনুষ্ঠেয় মেলায় দর্শনার্থীদের ভীড় ব্যাপক সাড়া ফেলে।

ডিজিটাল উন্নয়ন মেলায় প্রতিদিন সকাল ৯টা থেকে সরকারি ২২টিসহ ৪০টি প্রতিষ্ঠানের স্টলে সেবার ধরন উপস্থাপন করা হয়। সকলের জন্য উন্মুক্ত প্রতিষ্ঠানগুলোর বর্ণিল উপস্থাপনায় সেবা ও ধরন জানতে ভীড় করে হাজার হাজার উৎসুক জনতা।

উপজেলার শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্পিদের পাশাপাশি স্থানীয়দের সুযোগ সৃষ্টি এক নতুন মাত্রা যোগ করে।

শেষ দিন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াহ ইয়া খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেন, বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রৌশন আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন এমপি আফজাল হোসেন।

Similar Posts

error: Content is protected !!