মহাস্থান প্রেসক্লাবে আওয়ামীলীগ নেত্রী পপির মতবিনিময়

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

সোমবার (৮ অক্টোবর ২০১৮) সকাল ১১টায় মহাস্থান প্রেসক্লাব কার্যালয়ে অত্র প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট আয়শা খাতুন পপি মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের জানান, বাংলাদেশ আওয়ামীলীগের আদর্শ, কর্মকাণ্ড এবং বর্তমান সরকারের সাফল্যের কথা শিবগঞ্জ উপজেলার মানুষের কাছে তুলে ধরে বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করে চলেছেন।

তিনি আরো বলেন, শিবগঞ্জের সন্তান হিসেবে এলাকার উন্নয়ন ও জনমানুষের সেবা করতে চাই। এ লক্ষে কেন্দ্রীয় নির্দেশে কাজ করে চলেছি। সবার সহযোগিতায় এগিয়ে যেতে চাই এবং দলের নির্দেশে যে কোনো দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে চাই।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, আনন্দ টিভির বিশেষ প্রতিনিধি টিএম মামুন, মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আব্দুল বাছেত, সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুর রহীম সাজু, যুগ্ম-সম্পাদক ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক নূরনবী রহমান, কোষাধ্যক্ষ আজিজুল হক বিপুল, দপ্তর সম্পাদক আব্দুল বারী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাফায়াত সজল, কার্যনির্বাহী সদস্য গোলজার রহমান, তাহেরা জামান লিপি, সফর সঙ্গী সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল ওয়াদুদ নিবির, নাইম নাসির।

Similar Posts

error: Content is protected !!