শেখ মোবারক হোসেন সাদী, নিজস্ব প্রতিনিধি ।।
“গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় নিকলীর বিভিন্ন স্থানে লোকসঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে জেলা তথ্য অফিস।
গতকাল রোববার (১৪ অক্টোবর ২০১৮) নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের রসুলপুর বাজার, করুয়াপাড়া বাজার, ধারীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, রোদারপুড্ডা বাজার এবং সদর ইউনিয়নের কুর্শা বাজার মোড়ে লোকসঙ্গীতানুষ্ঠানের এই আয়োজন করা হয়।
গ্রামীণ সাধারণ মানুষের কাছে সহজবোধ্য উপায়ে সঙ্গীতের মাধ্যমে সরকারের উন্নয়নের কথা তুলে ধরার লক্ষ্যে এই আয়োজন। প্রত্যেক জায়গায় দিনের বিভিন্ন সময়ে দুই ঘণ্টাব্যাপী চলে প্রজেক্টারের মাধ্যমে পরিচালিত সঙ্গীতানুষ্ঠান। এতে সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিনিয়র তথ্য অফিসার শামসুল হক আমাদের নিকলী ডটকম-কে বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়াই আমাদের এই উদ্যোগ। তবে অন্য কোনো জায়গায় এই অনুষ্ঠান করতে যদি কেউ আমাদের অবগত করেন তবে আমরা সেখানেও করব।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের লোকসঙ্গীত শিল্পী মোঃ হিরো মিয়া, বাউল শিল্পী আঃ সাত্তার, কণ্ঠশিল্পী আবুবকর। বাঁশিতে ছিলেন হাসান আলী, ঢোলে ছিলেন সোহাগ মিয়া।
এ ছাড়াও এ প্রকল্পের আওতায় রয়েছে বাল্যবিবাহ, স্যানিটেশন, যৌতুক, ইভটিজিং, নারী ক্ষমতায়ন।