হাটহাজারীতে পরিত্যক্ত বিদ্যালয়ে চলছে মাদক ও দেহ ব্যবসা

মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

চট্টগ্রামের হাটহাজারী পৌর এলাকার আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনে রাতের বেলা ইয়াবা, মাদকসহ দেহ ব্যবসার কার্যকলাপের অভিযোগ উঠেছে। গত দুই থেকে চার মাস ধরে অসামাজিক এ কার্যকলাপের কর্মকাণ্ড দেখে স্থানীয়দের মনে আতংক বিরাজ করছে। তাদের পরিবারের ছেলেদের নিয়েও সংশয় দেখা দিয়েছে। কিছু স্থানীয় ছেলেদের সাথে বহিরাগত লোক এসে গভীর রাতে মাদক সেবনসহ নারী নিয়ে অসামাজিক কর্মকাণ্ড চালাতে থাকে বলে স্থানীয়রা অভিযোগ করেন। হাটহাজারী প্রসাশনের নাকের ডগায় এ কর্মকাণ্ড ঘটতে থাকায় স্থানীয় এলাকাবাসীদের ক্ষোভ প্রকাশ করছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী বরাতে জানা যায়, আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন গত কয়েক বছর আগে নির্মিত হলে প্রায় দুই যুগ আগের একটি বিদ্যালয়ের জরাজীর্ণ একটি ভবন পরিত্যক্ত হলে কয়েক বছর যেতে না যেতেই বিদ্যালয়টির ভেতরে গভীর রাতে মাদকের আড্ডাসহ নারীবাজি কার্যকলাপ শুরু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক যুবক বলেন, গত কয়েকদিন আগেও আমি বাজার থেকে রাত দেড়টার দিকে আসার সময় স্কুলের বারান্দায় ৮-১০জন লোক দাঁড়িয়ে মাদকাসক্ত অবস্থায় একটি মেয়ে নিয়ে বিভিন্ন রং-তামাশা করতে দেখেছি। কিছুক্ষণ দেখে চলে যাই।

স্থানীয় কাউকে বিষয়টি নিয়ে জানিয়েছে কিনা জিজ্ঞাসা করলে তিনি বলেন, স্থানীয় সিএনজিচালক সমিতির সাধারণ সম্পাদক রুবেলকে বিবরণ দিলে সেও একই কথা স্বীকার করেছেন। তবে বর্তমান এলাকার পরিস্থিতির কারণে কেউ কিছু বলতে পারছে না বলে অভিযোগ করেন। এলাকাবাসীরা দ্রুততম বিদ্যালয়টির পরিত্যক্ত ভবনটি ভেঙ্গে দিয়ে স্কুলের মাঠসহ পুরো জায়গা সীমানা প্রাচীর নির্মাণ করতে কর্তৃপক্ষের নিকট দাবি ও প্রসাশনের নজর রাখতে অনুরোধ জানান।

হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ শামীম শেখের কাছে মুঠোফোন জানতে চাইলে তিনি প্রতিবেদককে জানান, ওই এলাকা থেকে তেমন কোনো অভিযোগ আসেনি। তারপরেও থানা পুলিশ এখন থেকে নিয়মিত নজরদারিতে রাখবে। মাদকসহ কোনো অসামাজিক কর্মকাণ্ডের ঘটনায় জড়িত যে-ই হোক কাউকে ছাড় দেয়া হবে না।

Similar Posts

error: Content is protected !!