কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের নবনির্মিত কার্যালয় শনিবার (৩ নভেম্বর ২০১৮) উদ্বোধন করা হয়েছে।
শহীদ মিনারসংলগ্ন নবনির্মিত কার্যালয়টি শনিবার বিকালে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন এমপি।
উদ্বোধনপূর্বক আলোচনা সভায় কটিয়াদী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, কটিয়াদী পৌর মেয়র মো. শওকত ওসমান, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু নাসের মোহাম্মদ সঞ্জু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, বনগ্রাম ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন মিলন প্রমুখ।
অনুষ্ঠানের পরে দোয়া মাহফিলের মাধ্যমে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করা হয়।