ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
ধামইরহাটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৬ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় ধামইরহাটে কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়।
আলোচনা সভায় ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে সংক্ষিপ্ত আলোচনায় নওগাঁ-২ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার বলেন, “কৃষকরাই এদেশের উন্নয়নে অগ্রপথিক”।
এ সময় আরও বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, ওসি জাকিরুল ইসলাম প্রমুখ।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলেফ উদ্দিন জানান, চলতি রবি ২০১৮-১৯ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১ হাজার ৬৮২ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি পটাশ বিনামূল্যে বিতরণ করা হবে।