নিকলীতে লাউ বাগান ধ্বংস করলো “অজ্ঞাতনামা”!

বিশেষ প্রতিনিধি ।।

প্রতিহিংসার শিকার হলো এবার কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরের একটি লাউ বাগান। বুধবার (৭ নভেম্বর ২০১৮) সকালে এলাকাবাসি বাগানটির কর্তনকৃত গাছ দেখতে পায়। এমন প্রথম ঘটনায় এলাকায় বিরাজ করছে শঙ্কা।

জানা যায়, নিকলী উপজেলা সদরের পুকুরপাড় গ্রামের হরমুজ আলীর পুত্র মফিজ মিয়া (৬০) স্থানীয় একটি জমিতে সারমুক্ত মওসুমভিত্তিক আগাম সবজি চাষ করেন। মাসাধিক আগে জমিটিতে লাউ বাগান করেন মফিজ মিয়া। ভালো ফলতেও শুরু করে। মঙ্গলবার রাতের কোনো এক সময় কে বা কারা বাগানটির প্রায় ৫০টি গাছ গোড়া থেকে কেটে দিয়েছে।

মফিজ মিয়া এই প্রতিনিধিকে জানান, আমার জানা মতে কোনো শত্রু নাই। কে বা কারা করতে পারে এমন ধারণাও নাই। তাই কোথাও কোনো অভিযোগও দেইনি।

এলাকাবাসি অনেকের ধারণা, এলাকায় মাদকের যত্রতত্র ব্যবহার হচ্ছে। উঠতি বয়সি মাদকসেবিদের কাণ্ডও হতে পারে।

Similar Posts

error: Content is protected !!