বিশেষ প্রতিনিধি ।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপি আজ সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম বিক্রির মাধ্যমে দলের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়।
এর মধ্যে দুপুর ৩টায় কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসন থেকে নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠুর পক্ষে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা হিমেল, ঢাকা কলেজের ছাত্রনেতা সাজ্জাদ শুভ, গরীব নেওয়াজসহ ১৫ থেকে ২০ জন নেতাকর্মী।
দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ নিয়ে ফোনে এই প্রতিবেদককে বদরুল মোমেন মিঠু জানান, বর্তমান অবস্থায় দলের পরীক্ষিত নেতাদের নমিনেশন দিলে আমাকে কেন্দ্র বিবেচনায় আনবে বলে শতভাগ আশাবাদী।
তিনি আরো বলেন, নির্বাচিত ব্যক্তিরাই অনির্বাচিত ব্যক্তিদের চেয়ে জনকল্যাণকর কাজে বেশি ভূমিকা রাখতে পারেন। এই আসনে আমার পিতা বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক এবং তিনবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য মরহুম আমির উদ্দিন আহমেদ এলাকার উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করেছিলেন সকল বিতর্কের ঊর্ধ্বে থেকে। এলাকায় তাঁর সুনাম রয়েছে।
বিগত উপজেলা নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী থাকার কারণে অল্প ভোটের ব্যবধানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত নিকলী-বাজিতপুরের এই আসনটি সম্মিলিত প্রয়াসে পুনরুদ্ধারের চেষ্টা করবো, ইন শা আল্লাহ।
দলীয় মনোনয়ন প্রশ্নে তিনি আরো উল্লেখ করেন, কেন্দ্রের সিদ্ধান্তে আমার পূর্ণ আস্থা রয়েছে। কোনো কারণে যদি দল আমাকে মনোনয়ন না-ও দেয় কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নিতে আমার কোনো দ্বিধা নেই। আমার ওপর অর্পিত নির্বাচনের সবরকমের দায়িত্ব পালনে নিজেকে উজাড় করে দেবো। সুষ্ঠু নির্বাচন হলে জনতার রায়ে আমাদের জয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
উল্লেখ্য, এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রমতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রায় এক হাজার চারশত জন।