ইতালিতে নিখোঁজের চারদিন পর বাংলাদেশির লাশ উদ্ধার

আমাদের নিকলী ডেস্ক ।।

ইতালির রোমে আনোয়ার খান (৪০) নামে বাংলাদেশি ব্যবসায়ী চারদিন ধরে নিখোঁজ হওয়ার পর মরদেহ মিলেছে। ১৭ নভেম্বর স্থানীয় সময় সকালে দেশটির কাসেলিনা নামক পার্ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, ১৪ নভেম্বর ব্যবসা থেকে আসার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে সন্ধানের জন্য থানায় অভিযোগ করা হয়। মৃত আনোয়ারের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামে। তিনি পেশায় জুতার ব্যবসায়ী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের পর আসল রহস্য জানা যাবে। এ ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে। তার অকাল মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সহকর্মীসহ বাংলাদেশিরা।

এ বিষয়ে মো. উজ্জামান বলেন, এই ঘটনায় আমরা আতঙ্কিত। ইতোমধ্যে ইতালিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরমধ্যে এ রকম একটি দুর্ঘটনা সত্যিই দুঃখজনক। আশা করি প্রশাসন সঠিক ঘটনা উদঘাটন করতে সক্ষম হবে।

সূত্র : জাগো নিউজ, ১৮ নভেম্বর ২০১৮

Similar Posts

error: Content is protected !!