মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিবগঞ্জে মনোনয়ন প্রত্যাশীদের আগামী ২৮ নভেম্বর বুধবার বিকাল ৫টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার শেষ মুহূর্তে বিকাল ৩টা পর্যন্ত ৩৭, বগুড়া-২ শিবগঞ্জ আসনে বিভিন্ন শরীক দলসহ ১১ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
মনোনয়নপত্র উত্তোলনকারীদের মধ্যে জাতীয় পার্টি (মহাজোট) থেকে মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ, বিএনপি থেকে সাবেক এমপি অ্যাডভোকেট এ কে এম হাফিজুর রহমান, ঐক্যফ্রন্ট প্রার্থী মাহমুদুর রহমান মান্না, বিএনপি প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম, আওয়ামীলীগ প্রার্থী শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, আওয়ামীলীগ প্রার্থী বগুড়া জেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম ফকির, স্বতন্ত্র প্রার্থী মোছাঃ বিউটি বেগম, বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী শফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সাবেক জামায়াত মনোনীত এমপি মোহাম্মদ শাহাদাতুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী কাজী মোঃ হাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি জালাল উদ্দিন জুয়েলসহ মোট ১১জন উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন বলে উপজেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান জানান।