‘ইসলামই শান্তির ধর্ম’ : হিন্দু ধর্মগুরুর ভূয়সী প্রশংসা [ভিডিও]

আমাদের নিকলী ডেস্ক ।।

ইসলামই শান্তির ধর্ম। সন্ত্রাসী কখনোই মুসলিম হতে পারে না। যে ধর্মের নবী সহিংসতা পছন্দ করেন না সে ধর্মের অনুসারীরা সন্ত্রাসী হতে পারে না। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ইসলাম ধর্ম ও বিশ্বনবী সম্পর্কে এসব কথা বলেন হিন্দু ধর্মীয় গুরু পণ্ডিত শ্রী আচার্য প্রমোদ কৃষ্ণ।

পণ্ডিত প্রমোদ কৃষ্ণ বলেন, ইসলামের নবী মুহাম্মদ (সা.) শুধু মুসলমানদের জন্য নয় হিন্দুদের জন্যও তিনি এক উজ্জ্বল আদর্শ।

ওই অনুষ্ঠানে একটি নাতও পরিবেশন করেন এই হিন্দু ধর্ম গুরু । হিন্দি ভাষায় সেই নাতে তিনি বলেন, মুহাম্মদ (সা.) যেমন তোমাদের (মুসলমানদের) তিনি তেমন আমাদের (হিন্দুদের)।

তিনি এরপর জনতার উদ্দেশে প্রশ্ন ছুঁড়েন, একজন সন্ত্রাসী কীভাবে নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পারে? যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব সময় সহিংসতা বন্ধ করে শান্তির প্রচার করতেন। কারণ তিনি সহিংসতা অপছন্দ করতেন।

মুসলমানদের সালাম দেয়ার রীতির প্রশংসা করে তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলমানদেরকে পরস্পরের সাক্ষাতে সালামের প্রচলন শিখিয়েছেন। সালামের অর্থই হলো-আপনার ওপর শান্তি বর্ষিত হোক।

নাত বলার এক পর্যায় তিনি ‘নারায়ে’ বললে আগত ব্যক্তিরা তাকবীর দিয়ে দাঁড়িয়ে যায় এবং হাততালি দিয়ে তাকে সম্মান জানায়।

সূত্র : কালের কণ্ঠ, ২৫ নভেম্বর ২০১৮

Similar Posts

error: Content is protected !!