টেস্টে অনন্য নজির গড়লেন “অধিনায়ক কোহলি”

আমাদের নিকলী ডেস্ক ।।

শুধু ভারতেরই নয়, এশিয়ারই প্রথম অধিনায়ক হিসেবে অনন্য নজির গড়লেন বিরাট কোহালি। এর আগে এশিয়ার কোনও অধিনায়ক দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় টেস্ট জিততে পারেননি। যা কোহলি করেছেন একই বছরে।

এর আগে ওয়েস্ট ইন্ডিজেও জিতেছেন টেস্ট। এশিয়াতে তো জিতেছেনই। অ্যাডিলেড টেস্টে ৩১ রানে জেতার সঙ্গে সঙ্গে তাই অধিনায়ক কোহলির মুকুটে যোগ হলো রঙিন পালক। তিনিই হলেন এশিয়ার প্রথম অধিনায়ক, যিনি পাঁচ মহাদেশে জিতেছেন টেস্ট। তবে ওয়েস্ট ইন্ডিজ ও নিজের দেশে জিতেছেন এমন অধিনায়ক কম নেই। কিন্তু দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় টেস্ট জয়ের স্বাদই আলাদা। কারণ, এই তিন দেশে কঠিন পরীক্ষায় বসতে হয় সফরকারী দলকে।

চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় গিয়ে জোহানেসবার্গে সিরিজের তৃতীয় টেস্টে ৬৩ রানে জিতেছিল ভারত। যা হল আফ্রিকায় টেস্ট জয়। যদিও সিরিজ হারতে হয়েছিল ১-২ ফলে। আর কয়েক মাস আগে ইংল্যান্ডে গিয়ে নটিংহ্যাম টেস্ট ২০৩ রানে জিতেছিল ভারত। যা হল ইউরোপে টেস্ট জয়। তবে সিরিজ হারতে হয়েছিল ১-৪ ফলে।

জোহানেসবার্গ, নটিংহ্যামের পর এবার ফের উপমহাদেশের বাইরে পেল টেস্ট জয়। সোমবার অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে হারাল বিরাটের দল। জেতার জন্য চতুর্থ ইনিংসে ৩২৩ রান করতে হত টিম পেনের দলকে। টানটান উত্তেজনার মধ্যে ১১৯.৫ ওভারে ২৯১ রানে শেষ হয় অস্ট্রেলিয়া। যা হল অস্ট্রেলিয়া মহাদেশে টেস্ট জয়। ওয়েস্ট ইন্ডিজ পড়ছে উত্তর আমেরিকা মহাদেশে। সেখানে আগেই টেস্ট জিতেছেন কোহলি। আর দেশের মাঠ, মানে এশিয়ায় তো কয়েক মাস আগেই টেস্ট সিরিজ জিতেছেন।

টেস্টে এটা আবার অধিনায়ক কোহলির ২৫তম জয়। যা এল ৪৩ টেস্টে। এর আগে রিকি পন্টিং ৩৩ টেস্টে, স্টিভওয়া ৩৫ টেস্টে ২৫তম জয় পেয়েছিলেন। এই তালিকায় তিন নম্বরে এখন বিরাট কোহলি। তার পরে ৪৪তম টেস্টে ২৫ টেস্ট জিতেছিলেন ভিভিয়ান রিচার্ডস।

সূত্র : আনন্দবাজার পত্রিকা, ১০ ডিসেম্বর ২০১৮

Similar Posts

error: Content is protected !!