আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জে এক প্রসূতি সন্তান প্রসবের মাত্র ১৪ ঘণ্টার মাথায় কলেজের পরীক্ষা হলে গিয়ে অনার্স পরীক্ষা দিয়েছেন। এসময় নবজাতককে কোলে নিয়ে প্রসূতির মা অপেক্ষা করছিলেন কলেজের অফিস কক্ষে। আর পরীক্ষার মাঝখানে কয়েকবার প্রসূতি হল থেকে বেরিয়ে গিয়ে নবজাতককে বুকের দুধ পান করিয়ে আসছিলেন।
হোসেনপুর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী গোবিন্দপুর মাধখলা গ্রামের প্রাণ কোম্পানির চাকুরিজীবী নাঈম মিয়ার স্ত্রী মুন্নি আক্তার।
মুন্নি আক্তার মঙ্গলবার (১১ ডিসেম্বর ২০১৮) রাত ১১টায় জেলা সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। এটি তার প্রথম সন্তান।
এর আগে তিনি মুন্নি সন্তান পেটে নিয়ে আগে তিনটি পরীক্ষা দিয়েছেন। বুধবার (১২ ডিসেম্বর) দুপুর ১টা থেকে ছিল তার চতুর্থ পরীক্ষা। লেখাপড়ায় কিছুতেই মুন্নি ছেদ টানতে চান না। ফলে শারীরিক কষ্ট হলেও সন্তান প্রসবের মাত্র ১৪ ঘণ্টার মাথায় তিনি জেলা শহরের পৌর মহিলা কলেজ কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নিয়েছেন।
প্রসূতি মুন্নির এই কষ্ট, ধৈর্য্য, একাগ্রতা আর সাহস পুরো কলেজ পরিবারসহ অন্যান্য পরীক্ষার্থীদেরও বেশ অবাক করেছে।
সূত্র : কিশোরগঞ্জ নিউজ, ১৫ ডিসেম্বর ২০১৮