আমাদের নিকলী ডেস্ক ।।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর, ২০১৮) এবং বেগম রোকেয়া দিবস (৯ ডিসেম্বর, ২০১৮) উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে” নিকলী মহিলা বিষয়ক কার্যালয় গত রোববার (৯ ডিসেম্বর) দুপুরে নিকলী উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের (সফল নারী) সংবর্ধনা দেয়।
সংবর্ধনা অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে নিকলী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পাঁচ ক্যাটাগরিতে জয়িতাদের সম্মাননা দেয়া হয়। ১. অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী; ২. শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী; ৩. সফল জননী নারী; ৪. নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে ঘুরে দাঁড়িয়েছেন যে নারী; ৫. সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী।
সম্মানিত করা ৫ জন শ্রেষ্ঠ নারী হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নিকলী সদর ইউনিয়নের মগলহাটি গ্রামের সালমা বেগম। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে সদর ইউনিয়নের কূর্শা কলাবাগান গ্রামের নুসরাত জাহান, সফল জননী নারী ক্যাটাগরিতে গুরুই ইউনিয়নের শিবিরপাড়া গ্রামের গীতা রাণী সরকার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে ঘুরে দাঁড়িয়েছেন যে নারী ক্যাটাগরিতে দামপাড়া ইউনিয়নের পূর্ব দামপাড়া গ্রামের পারভিন আক্তার এবং সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে সদর ইউনিয়নের ষাইটধার গ্রামের মমতাজ বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক ভূইয়া, মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কারার মাহমুদা পারভিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন নাহার তাসমিন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে পাঁচ জয়িতা সারগর্ভ বক্তব্য রাখেন। পরে জয়িতাদের ক্রেস্ট প্রদান ও সনদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
এদিকে উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে বেলা সাড়ে ১১টায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তার, মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কারার মাহমুদা পারভিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন নাহার তাসমিন প্রমুখ।
সুত্র : ওয়ান নিউজ ২৪, ৯ ডিসেম্বর ২০১৮