মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়া শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাস গ্রামের বক্কের সরদারের পুকুর পাড়ের গোবর স্তুপের মধ্যে থেকে রোববার (১৬ ডিসেম্বর ২০১৮) বিকালে অজ্ঞাতনামা এক মহিলার (৩৫) অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
শিবগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর রোববার বিকালে খবর পেয়ে শিবগঞ্জ থানা এসআই আরিফুল রহমান সংগীও অফিসার এএসআই রফিকুল ইসলাম ও মহিলা পুলিশ মাহবুবা খাতুনকে সাথে নিয়ে উপজেলার বুড়িগঞ্জ পঞ্চদাস গ্রামে গোবরের স্তুপ থেকে এক অজ্ঞাতনামা (৩৫) নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে।
ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মৃতদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে দুস্কৃতিকারীরা পরিকল্পিতভাবে মহিলাকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে যায়।
এঘটনায় এসআই আরিফুল রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।