আমাদের নিকলী ডেস্ক ।।
নিজের বুক ব্লেড দিয়ে কেটে সেই রক্ত দিয়ে নৌকা মার্কায় সিল দিয়েছেন ফরহাদ হোসেন মাসুদ নামে এক যুবক। রোববার (৩০ ডিসেম্বর ২০১৮) দুপুরে বগুড়ার শেরপুরের মির্জাপুর ইউনিয়নের ভাদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
ভোটকেন্দ্রে ওই বুথের সব পোলিং অফিসার ও নির্বাচনী প্রার্থীর এজেন্টদের সামনে একই ইউনিয়নের ভাদড়া গ্রামের দুদু সরকারের ছেলে ফরহাদ হোসেন মাসুদ ব্লেড দিয়ে নিজের বুক কেটে রক্ত নিয়ে প্রথমে ব্যালটের নৌকা প্রতীকে লাগান, পরে তিনি নৌকা মার্কায় ভোট প্রদান করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এরপর মাসুদ ভোটকেন্দ্রের বাইরে রক্তে রঞ্জিত বুকে নৌকার ব্যাচ পরে ঘুরে বেড়ান।
ফরহাদ হোসেন মাসুদ বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসি। তার বহিঃপ্রকাশ হিসেবে নিজের বুক ব্লেড দিয়ে কেটে সেই রক্ত দিয়ে ভোট দিলাম। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতি অগাধ ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেই তিনি এমনটি করেছেন বলে জানান।
সূত্র : জাগো নিউজ, ৩১ ডিসেম্বর ২০১৮