এরশাদবিহীন জাতীয় পার্টির এমপিদের শপথ

আমাদের নিকলী ডেস্ক ।।

দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ছাড়াই আইনপ্রণেতা হিসেবে শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির এমপিরা। দশম সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি থেকে এবার নির্বাচিতরা বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন।

আগের সংসদের বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদেরসহ জাতীয় পার্টির ২১ জন একসঙ্গে এ সময় শপথ নেন। গতবারের মতো এবারও নির্বাচনের আগে নানা নাটকীয়তার জন্ম দেন সাবেক সামরিক শাসক এরশাদ। গতবারের মতো এবারও তিনি শপথ নেবেন আলাদাভাবে।

বৃহস্পতিবার সকালে সংসদের গণসংযোগ শাখার পরিচালক তারিক মাহমুদ সাংবাদিকদের জানিয়েছিলেন, বৃহস্পতিবার বিকাল ৩টায় স্পিকারের অফিসে শপথ নেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান। পরে দলের পার্লামেন্টারি কমিটির বৈঠক শেষে জি এম কাদের সাংবাদিকদের বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে’ তাদের চেয়ারম্যান বৃহস্পতিবার শপথ নিতে পারছেন না।

“তিন চার দিনের মধ্যে তার শপথ নেয়ার কথা রয়েছে। তা না হলে বেঁধে দেয়া সময়ের মধ্যে শপথ নেবেন আমাদের চেয়ারম্যান।”

এরশাদের স্ত্রী রওশন এরশাদকে গত কিছুদিন ধরে দলীয় কার্যক্রমে দেখা যাচ্ছিল না। ময়মনসিংহে নিজের নির্বাচনী এলাকাতেও তিনি সক্রিয় ছিলেন না। এরই মধ্যে এরশাদ চেয়ারম্যান পদে তার ভাই কাদেরকে মনোনীত করে একটি বিবৃতি দেন গণমাধ্যমে। ফলে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নানা গুঞ্জন।

বৃহস্পতিবার শপথ অনুষ্ঠানে রওশনের ডান পাশে ছিলেন কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ। বাঁ দিকে ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, সৈয়দ আবু হোসেন বাবলা ও কাজী ফিরোজ রশীদ।

এছাড়া রানা সোহাম্মদ সো‌হেল, আহসান আদেলুর রহমান, প‌নির উদ্দিন আহ‌মেদ, ব্যা‌রিস্টার শামীম হায়দার পা‌টোয়ারী, শ‌রিফুল ইসলাম জিন্নাহ, নাস‌রিন জাহান রত্না, রুস্তম আলী ফরাজী, ফকরুল ইমাম, মু‌জিবুল হক চুন্নু, লিয়াকত হো‌সেন খোকা, সে‌লিম ওসমান, পীর ফজলুর রহমান মেজবাহ, মাসউদ উদ্দিন চৌধুরী, নুরুল ইসলাস তালুকদার, গোলাম কিবরিয়া টিপু এদিন শপথ নেন স্পিকারের কাছ থেকে।

শপথের পর দুপুরে সংসদ ভবনে বৈঠকে বসে জাতীয় পার্টির সংসদীয় দল। কে তাদের সংসদীয় দলের নেতা হবে, জাতীয় পার্টি বিরোধী দলে যাবে না সরকারে যোগ দেবে- এসব বিষয় সেখানে চূড়ান্ত হওয়ার কথা থাকলেও কাদের জানান, সিদ্ধান্ত নিতে তাদের আরেকটি বৈঠকে বসতে হবে।

সূত্র : বিডি নিউজ, ৩ জানুয়ারি ২০১৯

Similar Posts

error: Content is protected !!