মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
নাজিরহাট পুরাতন বাস স্টেশনসংলগ্ন শহীদের গণকবরটি দখল করে রাতারাতি নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহল আমিন। আজ (১২ জানুয়ারি, শুক্রবার) সকাল এগারটার সময় এ অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ নুরুল আলম, ডেপুটি কমান্ডার মোঃ হোসেন মাস্টার, সদস্য আবু তালেবসহ অনেক মুক্তিযোদ্ধা, মডেল থানা পুলিশ, উপজেলা সহকারী (ভূমি) কমিশনারের সার্ভেয়ার, কাটিরহাট ভূমি অফিসের তহসিলদার রুপম দে, ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চৌকিদার।
উল্লেখ্য, একাত্তর সালে পাকিস্তানি হানাদারবাহিনীর নির্মম হত্যাযজ্ঞ ও মুক্তিযুদ্ধের নীরব সাক্ষী এসব গণকবর ও বধ্যভূমি সংরক্ষণের জন্য মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে দাবি জানানো হয়।
জানা গেছে, নাজিরহাট পুরাতন বাসস্টেশনের ২০গজ দূরে নতুন রাস্তা থেকে উত্তরে প্রায় ৩০০ মিটার মাথায় মহাসড়কে পূর্ব পাশে গণকবর এলাকা দখল করে ৪/৫টি সেমিপাকা দোকান তৈরি করছেন মোজাম্মেল নামে এক প্রবাসী। চারদিকে টিনের ঘেরা দিয়ে রেখেই রাতারাতি ভরাট করে সেমিপাকা দোকান নির্মাণের কাজ চালাচ্ছেন কথিত সেই ব্যক্তি। যার আনুমানিক মূল্য ত্রিশ লক্ষ টাকা হবে বলে স্থানীয়দের ধারণা।