সৌদিতে তিন বাংলাদেশির হাত-পা কাটার নির্দেশ

আমাদের নিকলী ডেস্ক ।।

সৌদি আরবে ৩ বাংলাদেশির হাত-পা কেটে ফেলার রায় দিয়েছে দেশটির আদালত। গোয়েন্দা পুলিশের কর্মকর্তা সেজে ভারতীয় নাগরিককে অপহরণ করে অর্থ ছিনিয়ে নেয়ার ঘটনায় এ তিন বাংলাদেশির বিরুদ্ধে এ রায় দেয়া হয়।

সাজাপ্রাপ্ত তিন বাংলাদেশি হলেন- কুমিল্লার তিতাস থানার কাশীপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে কাউসার মাহমুদ (পাসপোর্ট এফ-১১৫২৫২০), নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ঝরছার গ্রামের আবদুল মালেকের ছেলে শাহিনুর (পাসপোর্ট এ-০৯৭৭৭৬২) ও মাদারীপুরের রাজৈর থানার দুর্গাবার্দি গ্রামের মোহাম্মদ সৈয়দ আলীর ছেলে রুবেল খালাসী (পাসপোর্ট এবি-১৪৭২৪৭২)।

দেশটির শরিয়া আইনে প্রত্যেকের ডান হাত ও বাম পা কর্তনের নির্দেশ দিয়েছেন আদালত। রায় কার্যকরের পর তাদের দেশে প্রেরণেরও নির্দেশ দেয়া হয়েছে। ৮ মে সৌদির আদালত এ রায় দেন। এই তিন বাংলাদেশির পক্ষে তাদের স্বজনরা সোমবার সৌদি সরকারের কাছে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ক্ষমার আবেদন করেছেন।

প্রসঙ্গত, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর জুবাইলে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ভারতীয় নাগরিককে অপহরণ করে অর্থ ছিনিয়ে নেন ওই বাংলাদেশিরা।

ছবিটি প্রতীকী

সূত্র : বিডি মর্নিং, ১৬ জানুয়ারি ২০১৯

Similar Posts

error: Content is protected !!