আমাদের নিকলী ডেস্ক ।।
আবারও বিয়ে করলেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা। ১৭ জানুয়ারি রাজধানীর এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের বিয়ের কথা স্বীকার করেন সালমা।
তিনি জানান, গত বছরের ৩১ ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে করেছেন। বরের নাম সানাউল্লাহ নূর সাগর। তিনি লন্ডন প্রবাসী। ময়মনসিংহ হালুয়াঘাটের ছেলে সানাউল্লাহ ঢাকা জজকোর্টের এডভোকেট। বর্তমানে লন্ডনে ‘বার অ্যাট ল’ করছেন। ব্যারিস্টারি পড়া প্রায় শেষের দিকে। চার মাস পর তিনি দেশে ফিরবেন। সে সময়েই অনুষ্ঠানের আয়োজন করবেন।
সালমা বলেন, “আমার স্বামী দেশে ফিরলেই বড় করে অনুষ্ঠানের আয়োজন করব। তখন সবাইকে দাওয়াত দেব।”
উল্লেখ্য, ২০০৬ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় অংশ নিয়ে সাধারণ মেয়ে থেকে হয়ে ওঠেন তারকা। এরপর একের পর এক ব্যবসাসফল গান উপহার দিয়ে নিজেকে তুলে ধরেন সেরাদের তালিকায়।
২০১১ সালে এই শিল্পী পারিবারিকভাবে বিয়ে করেন রাজনীতিবিদ শিবলী সাদিককে। ২০১২ সালে ১ জানুয়ারি তাদের সংসারে কন্যা সন্তান স্নেহা জন্ম নেয়। এরপর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়।

সূত্র : দেশ রূপান্তর, ১৭ জানুয়ারি ২০১৯

