ঢাকাস্থ নিকলী সমিতির পিকনিক ৮ ফেব্রুয়ারি

বিশেষ প্রতিনিধি ।।

ঢাকাস্থ নিকলী সমিতির কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা গতকাল শুক্রবার (১৮ জানুয়ারি ২০১৯) বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো সংগঠনটি পিকনিকের আয়োজন করতে যাচ্ছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গতকাল শুক্রবার (১৮ জানুয়ারি ২০১৯) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকাস্থ নিকলী সমিতির কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুশতাক আহম্মদ লিটন।

আলোচনায় অংশগ্রহণ করেন : মুশতাক আহম্মদ লিটন, রেহানে মুস্তাফা, কারার মোশাররফ হোসেন, আজমল আহছান, ফেরদৌস আলী রনি, তোফায়েল আহছান, আবুল হাসনাত মেনন, সোহেল রানা, মাজহারুল ইসলাম উজ্জল, নূরে আলম রনি, নিয়াদ হাসান রকি, সাজ্জাদ শুভ প্রমুখ।

কমিটির সদস্যদের আলোচনায় উঠে আসে সংগঠনটির বিগত সময়ের কার্যক্রমের পর্যালোচনা, কমিটিকে নতুন করে গঠন, কমিটিতে অনিয়মিত সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ, নিয়মিত সভার সংখ্যা বাড়ানো, সদস্যদের মাসিক ফি সংগ্রহের প্রক্রিয়া, সংগঠনের তহবিল গঠন, সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ডসহ ঢাকাস্থ নিকলী সমিতির ব্যানারে পিকনিক আয়োজনের মতো বিষয়গুলো।

সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তসমূহের মধ্যে ঢাকাস্থ নিকলী সমিতির ব্যানারে পিকনিক আয়োজনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়। সে মোতাবেক চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে সংগঠনটি পিকনিকের আয়োজন করবে। অংশগ্রহণে ইচ্ছুকদের জনপ্রতি ৫০০ (পাঁচশত) টাকা চাঁদা ধার্য করা হয়; চাঁদা জমাদানের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০১৯।

পিকনিক আয়োজন আনন্দময় ও গুরুত্ববহ করে তোলার লক্ষ্যে ফেরদৌস আলী রনিকে আহ্বায়ক ও কারার মোশাররফ হোসেনকে সদস্য সচিব করে ৭ সদস্যবিশিষ্ট “পিকনিক উদযাপন কমিটি” গঠন করা হয়। অন্য সদস্যরা হচ্ছেন- সোহেল রানা, মাজহারুল ইসলাম উজ্জল, নূরে আলম রনি, নিয়াদ হাসান রকি, সাজ্জাদ শুভ ও নূরে আলম রনি।

”ঢাকাস্থ নিকলী সমিতি পিকনিক ২০১৯”-এ অংশগ্রহণে ইচ্ছুকগণ সংগঠনের সাধারণ সম্পাদক এবং ”পিকনিক উদযাপন কমিটি”র সদস্যগণের কাছে সরাসরি চাঁদাসহ নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। অথবা ঢাকাস্থ নিকলী সমিতির অফিসিয়াল বিকাশ নম্বরে (০১৯০৩০৮৭৯০৯) চাঁদা পাঠানো (খরচসহ) যাবে বলে সংগঠনের দায়িত্বশীলগণ জানিয়েছেন।

Similar Posts

error: Content is protected !!