মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ২য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহকে সোমবার (২১ জানুয়ারি ২০১৯) বিকালে মহাস্থান আলীম মাদ্রাসা মাঠে রায়নগর ইউনিয়নবাসীর পক্ষ হতে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজুর সভাপতিত্বে আয়োজিত এ গণসংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন এবং স্থানীয় ব্যবসায়ী ও নাগরিক সমাজের পক্ষ হতে ফুল ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে নির্বাচিত এমপিকে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ এমপি বর্তমান মেয়াদের মধ্যে সকল ক্ষেত্রে অবশিষ্ট উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করে একটি মডেল উপজেলা প্রতিষ্ঠা করার অঙ্গীকার ব্যক্ত করেন। এজন্য তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান বাদশা, সাধারন সম্পাদক এরফান আলী, উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক হুসাইন শরীফ সঞ্চয়, ইউপি সদস্য ও আয়োজক কমিটির অন্যতম সদস্য তোফাজ্জল হোসেন তোফা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম দুলাল, রায়নগর ইউপি সদস্য রায়হান আলী, সানাউল হক ছানা, শাহীন ইসলাম, আলাউদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা ও শিবগঞ্জ উপজেলা কাঁচামাল আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল মিয়া বাবু, সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, জাতীয় পার্টি নেতা গোলাম রব্বানী পুটু, সাইফুল ইসলাম, যুব সংহতি নেতা ফজলুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষক-শিক্ষিকাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


