কটিয়াদীতে স্বপ্ন সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্প

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।

গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে আচমিতা ইউনিয়নের হারিনা ইসহাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এলাকার অসহায়, দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য “ফ্রি মেডিকেল ক্যাম্প”-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে কটিয়াদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঈনুর রহমান মনির উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, বিআরডিবি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম মাস্টার ও স্বপ্ন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ছাইদুর ররহমান (সবুজ)।

এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। এলাকার প্রায় ৫০০ অসহায় মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজীব সরকার পলাশ।

Similar Posts

error: Content is protected !!