ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। পুলিশকে সহায়তা করে সেবা নিন, এই স্লোগানে সেবা সপ্তাহ উপলক্ষে রোববার সকাল ১০টায় থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যারি বের করা হয়।
উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে থানা চত্বরে এসে র্যালি শেষ হয়। এরপর ওসি জাকিরুল ইসলামের সভাপতিত্বে থানা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামইরহাট সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগ সম্পাদক মো. শহীদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মাহবুব আলম, কমিউনিটি পুলিশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সম্পাদক এটিএম বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক ডা. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান প্রমুখ।
আজ থেকে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত এ সেবা সপ্তাহ চলাকালে সকল সেবা ডিজিটাল পদ্ধতিতে ও দ্রুত প্রদান করা হবে বলে ওসি জাকিরুল ইসলাম জানান।


