আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর এলাকার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হত্যা মামলার আসামি আবু সিদ্দিকসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি কুলিয়ারচর উপজেলার মাতুয়াকান্দি গ্রামে বলে জানায় পুলিশ।
বুধবার (৩০ জানুয়ারি ২০১৯) দুপুরে তাকে তার গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ভৈরব থানায়ও একটি হত্যা মামলা রয়েছে।
এদিকে একই দিন বিকালে পুলিশ আরও দুই মাদক ব্যবসায়ীকে কুলিয়ারচর এলাকার লক্ষীপুর থেকে গ্রেফতার করে। এরা হলো দুধ মিয়া ও শফিকুল ইসলাম।
কুলিয়ারচর থানার ওসি নান্নু মোল্লা জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দীর্ঘদিন যাবত পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে দুপুরে পুলিশ গ্রেফতার করে। অপর দু’জন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং মাদকসহ তাদের গ্রেফতার করা হয় বলে তিনি জানান।

সূত্র : ঢাকা টাইমস

