ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে নওগাঁ জেলায় ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রমের আওতায় ধামইরহাট উপজেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আতাউর রহমান। বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, ইউ এন ও গনপতি রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এমরান আলী, শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফাসহ ইউপি চেয়ারম্যানগণ।
এছাড়াও বিভিন্ন কর্মকর্তা অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন। কুকুরের রোগ ও এর ভ্যাকসিনের প্রয়োজনীয়তা বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের এমডিভি সুপারভাইজার মীর ইমতিয়াজ উদ্দিন ও ভেটেরিনারি সার্জন দীপক কুমার।
বক্তাগণ সরকারের লক্ষমাত্রা অর্জনে সকল শ্রেণীর মানুষের সহযোগিতা কামনা করেন।


