বগুড়ার গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়া সদরের গোকুল তছলিম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের মতো শনিবার বগুড়া সদরের গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবার ১১টি বিদ্যালয়ের ৭৫৪ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ২ জন ছাত্রী ও ১ জন ছাত্র অনুপস্থিত ছিল বলে কেন্দ্র সচিব অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম জানান।

শনিবার পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান।

কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে উপস্থিত ছিলেন রুমানা রিয়াজ। দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় অফিসার আতিকুর রহমান, কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও আইনশৃংখলা সদস্যবৃন্দ।

যেসব বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী এ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছে সেগুলি হলোঃ বামনপাড়া উচ্চ বিদ্যালয়, পাঁচবাড়িয়া ইসলামপুর উচ্চ বিদ্যালয়, পল্লী মঙ্গল বারুইপাড়া, ভাণ্ডার পাইকা শেখ মুজিব উচ্চ বিদ্যালয়, যশোপাড়া, দক্ষিণভাগ, ভবানীগঞ্জ, নামুজা, রায়মাঝিড়া ও রজাকপুর উচ্চ বিদ্যালয়।

Similar Posts

error: Content is protected !!