মেলায় প্রকাশিত বই নিয়ে নিকলীর লেখকের কথা

মোঃ মোশারফ ওয়াহিদ ভূঁইয়া ।।

নব্বই দশকের শুরুর দিকের একটি গ্রাম্য সত্য ঘটনাকে কেন্দ্র করে আমার এই লেখার শুরু। যেখানে ফুটে উঠেছে তৎকালীন গ্রামীণ মানুষদের জীবন অতিবাহিত হওয়ার নিগূঢ় সত্যতা।

রায়হান ও রিমু দম্পতির প্রেম-ভালোবাসা এবং বিচ্ছেদের করুণ বাস্তবতা। এই গল্পে বলা হয়েছে এমন একটি গ্রামের কথা যে গ্রামের তিন পাশেই নদী থাকা সত্ত্বেও এই নদী গাঁয়ের সাধারণ মানুষের কোনো উপকারে আসে না। শাসকদের নিপীড়ণকে তোয়াক্কা না করে নদীতে জাল ফেলে খোরাকের মাছ জোগাড় করার ক্ষমতাও এই গাঁয়ের কারো নেই। প্রহরীদের সাথে আঁতাত করে কিছু লোক রাতে মাছ মারতে যান।

আবার শত অভাবের মধ্যেও কিভাবে গাঁয়ের লোকজন গানের আয়োজন করে আনন্দ ভাগাভাগি করেন। চৈত্র মাসের খরার দিনে যখন জমিগুলো ফেটে চৌচির হয়ে যায়, শুকনো বিলের তলায় জমে থাকা ফুটানো পানিটুকু খেতে তোলার জন্য মাটি খুঁড়ে যে খাঁজ করতে হয়, দোনের উপর পায়ের জাঁতায় যে পানিটুকু তোলা যায় তা দিয়ে ক্ষেতটাকে ভেজানোও যখন কঠিন হয়ে পড়ে তখন কৃষকদের মনে পরিতোষের কোনো কিছুরই ঠাঁই হয় না। আবার হঠাৎ যখন আকাশে মেঘের আভাস দেখতে পাওয়া যায় তখন তাদের আনন্দের কোন সীমা থাকে না।

এই গল্পে ফুটে উঠেছে চন্দ্রকান্তী নামক এক হিন্দু মেয়ের অদ্ভুত রকমের ভালোবাসার কথা! আবার প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে কিভাবে সবকিছু ধ্বংস হয়ে যায়।

অস্তিত্ব রক্ষার দায়ে রক্তের ভাইও কিভাবে স্বার্থপর বনে যায়। গল্পের শেষের দিকে এসে নায়কের অকল্পনাতীত মৃত্যু গল্পকে একেবারে নিরেস করে দিয়েছে। রিমু, চন্দ্রালী কিংবা রনুর কাছে তখন এই পৃথিবীটা একেবারে গদ্যময় হয়ে যায়।

সব মিলিয়ে এক অসাধারণ বিয়োগাত্মক গল্পটি ২০১৯ সালের অমর একুশে বইমেলায় আপনাদেরকে উপহার দিতে পেরে আমি অনেক আনন্দিত এবং এই গল্পটি প্রকাশ করার জন্য নব সাহিত্য প্রকাশনীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আশা করি আমার মতো এই নগন্যের লেখাটি আপনাদের ভালো লাগবে। এই লেখায় অসংখ্য ভুলত্রুটির সংমিশ্রণ থাকতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

লেখক পরিচিতি : মোঃ মোশারফ ওয়াহিদ ভূঁইয়া। জন্ম ১৫ এপ্রিল ১৯৯৭; কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার সিংপুর গ্রামে। পিতা মোঃ কাশেম ভূঁইয়া ও মা মোছাম্মত আংগুরা। এ বি নূরজাহান হোসেন উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি এবং গুরুদয়াল সরকারি কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি পাস করেন। বর্তমানে একই কলেজে বিবিএ অধ্যয়নরত।

Similar Posts

error: Content is protected !!