সংবাদদাতা ।।
বানিয়াহাটি আদর্শ যুব সংঘের উদ্যোগে ১ম বর্ষ তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ৯ই জানুয়ারি বিকাল ৪টা থেকে বানিয়াহাটি বকুলতলায় মাহফিল শুরু হয়। বিশিষ্ট রাজনীতিক আবদুস সমেদ ঠান্ডু প্রধানের সভাপতিত্বে কুরআন তাফসির করেন প্রধান অতিথি মোফাচ্ছিরে কোরআন মাওলানা আবুল হাশেম মোল্লা, বিশেষ অতিথি নিকলী কেন্দ্রীয় মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি রুহুল আমিন নূরী, থানা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবদুল বাছির প্রমুখ। আবৃত্তিকার মাশুকুর রহমান ঝুটনের উপস্থাপনায় হামদ, নাত, ইসলামী সংগীত পরিবেশন করেন দাবানল শিল্পী গোষ্ঠীর শিল্পী আনোয়ার শাহ আতহারী, ধূমকেতুর রোকনউদ্দীন রোমানী ও আদর্শ যুব সঙ্ঘের সদস্য রনি প্রমুখ।