ধামইরহাটে মনোনয়নপত্র দাখিল

ধামইরহাট প্রতিনিধি ।।

উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে নওগাঁর ধামইরহাটে চেয়ারম্যান পদে ৫ জন ও পুরুষ-মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়ন দাখিলের শেষ দিনে শেষ সময় পর্যন্ত চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজাহার আলী, জাতীয় পার্টি মনোনীত দেওয়ান আব্দুল হান্নান, স্বতন্ত্র প্রার্থী আনম আফজাল হোসেন, আয়েন উদ্দিন, হানজালা মনোনয়নপত্র উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার গনপতি রায়ের নিকট দাখিল করেন।

ভাইস চেয়ারম্যান পদে সেলিম মাহমুদ রাজু, সোহেল রানা, আব্দুল হাই ও নুরুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আঞ্জুয়ারা, তমা আকতার, শাহিনা খাতুন ও সাবিনা এক্কা মনোনয়নপত্র দাখিল করেছেন।

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় জানান, উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা প্রস্তাবক সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Similar Posts

error: Content is protected !!