সাফায়াত ইসলাম (নূরুল), নিজস্ব প্রতিনিধি ।।
বাজিতপুরে গতকাল মঙ্গলবার ভোর রাতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে দিলালপুর ইউনিয়নের মিরের মহল্লা গ্রামের মোঃ সামসুল হকের ছেলে জুনাঈদ মিয়া (৩৭), বাহের নগর গ্রামের শহীদ মিয়ার ছেলে সুরুজ মিয়া (৪৫), এছাড়াও নিলখী গ্রামের সুজন মিয়া (২৫)-এর নিকট থেকে ৪২ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন বাজিতপুর থানার পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, তারা দীর্ঘ দিন ধরে এলাকাতে মাদক ব্যবসা করে আসছে। একই সাথে তাদের বিরুদ্ধে বিভিন্ন ইউনিয়নে মাদক ছড়িয়ে দেয়ারও অভিযোগ পাওয়া যায়।
এ ব্যাপারে বাজিতপুর থানার ওসি ‘আমাদের নিকলী ডটকম‘ প্রতিনিধিকে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, দিলালপুর ইউনিয়নে মিরের মহল্লা গ্রামে একটি চক্র ইয়াবা বিক্রি করছে। তাৎক্ষণিক পুলিশের একটি দল নিয়ে বিভিন্ন স্পট থেকে তল্লাশি চালিয়ে ৪২ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করি। বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করে জেলা আদালতে প্রেরণ করা হয়।