সোহেল রানার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

আমাদের নিকলী ডেস্ক ।।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডে উদ্ধারকাজের সময় আহত ফায়ারম্যান সোহেল রানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি আজ সোমবার (৮ এপ্রিল ২০১৯) এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

তিনি বলেন, অন্যের জীবন রক্ষার্থে, নিজের জীবন উৎসর্গ করে সোহেল রানা এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

গত ২৮ মার্চ রাজধানীর বনানীস্থ এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আটকাপড়া মানুষের জীবন বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা। অতিদ্রুত তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য গত শুক্রবার সোহেল রানাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রোববার রাত ২টা ১৭ মিনিটে তার মৃত্যু হয়। বাসস

Similar Posts

error: Content is protected !!