সংবাদদাতা ।।
আজ থেকে শুরু হলো এসএসসি ও সমমান দাখিল পরীক্ষা। নিকলীতে এসএসসির কেন্দ্র নিকলী জি,সি, পাইলট মডেল স্কুলে ও দাখিল পরীক্ষা কেন্দ্র মোহরকোনা আশরাফিয়া দাখিল মাদ্রাসায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সর্বশেষ পরীক্ষা আনন্দঘন ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়। নিকলী জি,সি পাইলট স্কুলে অনুষ্ঠিত এসএসসির মোট শিক্ষার্থীর সংখ্যা ৮২৯ জন। এর মধ্যে উপস্থিত হয়ে অংশগ্রহণ করে ৮২৭ জন। অনুপস্থিত দুই জন শিক্ষার্থীই মেয়ে। উপজেলার সবক’টি উচ্চ বিদ্যালয়সহ কটিয়াদি উপজেলার করগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিকলীর কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।