হুমায়ুন কবির, পাকুন্দিয়া প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি জাতীয় পত্রিকার উপজেলা প্রতিনিধি আরিফুল হাসান আরজুর ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার (২২ এপ্রিল ২০১৯) রাত ৮টায় কোদালিয়া বাজারের কামরুলের চায়ের দোকানের সামনে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় সোমবার রাত ১২টায় সাংবাদিক আরিফুল হাসান আরজু বাদি হয়ে পাকুন্দিয়া থানায় দু’জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে মোটরসাইকেলযোগে আরিফুল হাসান আরজু পাকুন্দিয়া যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। কোদালিয়া বাজারে কামরুলের চায়ের দোকানের সামনে এসে পৌছলে পূর্ব থেকে ওঁত পেতে থাকা কোদালিয়া মধ্যপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে হাবিবুর রহমান ও আল আমিনের নেতৃত্বে অজ্ঞাত ৪/৫জনের একটি দল লোহার রড, লাঠিসোটা দিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তার ডাক চিৎকারে পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
যাবার সময় ওয়ালটন ১১০সিসি কালো ও নীল রংয়ের মোটরসাইকেলটি নিয়ে যায়। পরে তিনি রাত ১২টার দিকে পাকুন্দিয়া থানায় এসে হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে রাতেই তার মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আছাদুজ্জামান বলেন, মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আসামিদের পাওয়া যায়নি।