সংবাদদাতা ।।
গতকাল ৫ ফেব্রুয়ারি শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার ক্রীড়া আসর এসএ গেমসের ১২তম আসর। গেমসের সাঁতারের আজ ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে অংশ নেন নিকলীর শফিকুল ইসলাম মিঠু। ভারতের গোহাটিতে ড. জাকির হোসেন একুইডি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় নিকলীর এই কৃতি সাঁতারু তৃতীয় স্থান অর্জন করেন। আসামের গোহাটির গেমস ভিলেজ থেকে আমাদের নিকলীকে ফোনে তিনি সফলতার জানান। তিনি সাফল্যের জন্য দোয়া করায় এলাকার সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। আগামীকাল রোববার ৭ ফেব্রুয়ারি মিঠু তার দ্বিতীয় ইভেন্টে অংশ নিবে; ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক। এজন্যও দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।
শফিকুল ইসলাম মিঠুর তৃতীয় স্থান অধিকারে আমাদের নিকলী.কম-এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে। আরো অভিনন্দন জানিয়েছেন শিশু সংগঠন আমরা কুঁড়ির চেয়ারম্যান ও আমাদের নিকলী.কম-এর নির্বাহী সম্পাদক মুশতাক আহমদ লিটন।