ইটনায় দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জ হাওর উপজেলা ইটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নুরুন্নাহার (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল ২০১৯) সকালে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নুরুন্নাহার উপজেলার গজারিয়া গ্রামের ফাইজুর রহমানের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে মৃগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামরুল হাসান সংবাদমাধ্যমকে জানান, সোমবার (২৯ এপ্রিল) বিকেলে নূরুন্নাহারের ছেলে হাওর থেকে ট্রলিতে করে ধান আনতে যান। এসময় ওই এলাকার গাছেরবাড়ির লোকজনের ধানের খলার ওপর দিয়ে ট্রলি আনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়।

পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে নূরুন্নাহার গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় উভয়পক্ষের লোকজনকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।

 

সূত্র : বাংলানিউজ

Similar Posts

error: Content is protected !!