আমাদের নিকলী ডেস্ক ।।
ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন এবং বিক্রির অপরাধে কিশোরগঞ্জের ভৈরবে তিনটি সেমাই ও একটি মুড়ি কারখানাকে সাড়ে আট লাখ টাকা জরিমানা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ মে ২০১৯) বিকেলে উপজেলার রাণী বাজার ও কমলপুর-পঞ্চবটি এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ, ভৈরব পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগমসহ র্যাব সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, অবৈধভাবে ও ভেজাল সেমাই তৈরির দায়ে রাজা সেমাই কারখানাকে তিন লাখ, মুন্না সেমাই কারখানাকে চার লাখ টাকা ও জোনাইদ সেমাই কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই অপরাধে অখিলের মুড়ি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সূত্র : বাংলানিউজ