বাজিতপুর সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের বাহের বালী-পূর্ব-মধ্যপাড়া গ্রামের দুলাল মিয়ার লোকজনদের সঙ্গে একই গ্রামের মোঃ রুহুল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলে আসছিল। এরই জের ধরে গত বুধবার সকাল সাড়ে ৯টায় রুহুল মিয়ার নির্দেশে ইউছুফ মিয়া, মহিম মিয়াসহ ৮-১০ জন দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে রাবিয়া খাতুন (৫৭)-এর মাথার পিছনে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
রাবিয়া খাতুনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে গত বুধবার রাতে তাকে ঢাকা নেয়ার পথে মাধবদীতে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মামলার বাদী দুলাল মিয়া বৃহস্পতিবার দুপুরে জানান, আসামিপক্ষ মোঃ রুহুল মিয়া ও তার গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলে আসছিল। এর জের ধরে তার মা রাবিয়া খাতুনকে খুন করেছে। বাজিতপুর থানার অফিসার ইনচার্জ খলিলুর রহমান পাটোয়ারি জানান, এ ব্যাপারে হত্যা মামলা রুজু হয়েছে।