সংবাদদাতা ।।
কিশোরগন্জ-৪ ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিক গতকাল বুধবার নিকলীতে এসেছিলেন। তিনি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে কিছুক্ষণ অবস্থান করেন। শুক্রবার ১৯ ফেব্রুয়ারি কিশোরগন্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ লক্ষে জেলার শীর্ষ গুরুত্বপূর্ণ পদ সাধারণ সম্পাদক পেতে এমপি রেজওয়ান আহমদ তৌফিক তৃণমূল নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতে মাঠে কাজ করছেন। তিনি নিকলী উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের কাছে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হতে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘ ১৯ বছর পর আগামীকাল কিশোরগন্জ স্টেডিয়ামে জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে ৬৩ সদস্যবিশিষ্ট কমিটির সর্বশেষ জেলা সম্মেলন ১৯৯৭ সালে অনুষ্ঠিত হয়েছিল।
