ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে ১৭ জুলাই দিনব্যাপী উপজেলার আলমপুর ইউনিয়নের ৫ শতাধিক পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। বিকেল ৪ টায় উপজেলার ঐতিহ্যবাহি মাহিসন্তোষ মাজারে ২১৫ টি, ছিলিমপুর (তালবোনা নয়াপাড়া), মীর্জাপুর, চৌঘাট, রসুলবিলসহ ৫টি গ্রামে ৩শত সহ মোট ৫১৫ টি পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদানের উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে বিদ্যুৎ সংযোগ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ধামইরহাট সাব-জোনাল অফিসের এজিএম কামাল হোসেন, আলমপুর ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, ইউপি সদস্য রবিউল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক পাস্কায়েল হেমরম, ইমতিয়াজ আহমেদ প্রমুখ।
গ্রামের মানুষেরা যাতে করে শহরে সুবিধা পায় সে লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী বলেন, ‘আওয়ামীলীগ সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেবার অঙ্গিকার করেছিল, যা এখন বাস্তবায়ন হচ্ছে, এতে প্রমাণিত আওয়ামীলীগ যা ওয়াদা করে তা পালন করে।”