আমাদের নিকলী ডেস্ক ।।
কালোবাজারির টিকিটসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক হয়েছেন কিশোরগঞ্জের বাজিতপুর রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী মোহাম্মদ এরফানুল হক।
বুধবার (২৪ জুলাই ২০১৯) রাতে বাজিতপুর স্টেশন থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্ধুর ও কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৩৬৭টি টিকিট উদ্ধার করা হয়।
দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক রামপ্রসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সূত্র : জাগো নিউজ

