আমাদের নিকলী ডেস্ক ।।
ভেজালবিরোধী অভিযান চালিয়ে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চার প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শনিবার (৩ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন অধিদফতর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ইব্রাহীম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রউফ তালুকদারসহ জেলা পুলিশ সদস্যরা।
ইব্রাহীম হোসেন সংবাদমাধ্যমকে জানান, রং মিশিয়ে মরিচের গুঁড়া প্রক্রিয়াকরণের অপরাধে তানিয়া রাইস মিলকে ২০ হাজার, মেয়াদোত্তীর্ণ খাদ্য ও পণ্য বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠানকে এক হাজার টাকা করে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
সূত্র : বাংলানিউজ২৪