হাটহাজারীতে গৃহবধুর লাশ উদ্ধার!

মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

হাটহাজারীতে শামিমা আকতার (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। সোমবার (১৯ অগাস্ট) দুপুর ২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের উবায়দুল্লাহ নগরস্থ বার্মাটিলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দা মো. আবুল কাশেমের স্ত্রী শামিমা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে তার শ্বশুরবাড়ির লোকজন দাবি করেছে। খবর পেয়ে দ্রুত হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হাটহাজারী মডেল থানার এসআই জসিমউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই আসল ঘটনার জানা সম্ভব হবে বলেও জানান তিনি।

Similar Posts

error: Content is protected !!