মিঠামইনে প্রতিবেশীর বল্লমের আঘাতে খুন

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের মিঠামইনে স্থানীয় বিরোধে একজন খুন হয়েছেন। বুধবার (২১ আগস্ট ২০১৯) সকালে জেলার মিঠামইনের ঘাগড়া এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। মিঠামইন থানার ওসি মো. জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সকাল সাড়ে ৮টার দিকে মিঠামইন উপজেলার ঘাগড়া এলাকায় বাড়ির রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশীর বল্লমের আঘাতে ঘটনাস্থলে নিহত হন শাহজাহান মিয়া (৬০) নামে এক ব্যক্তি। তিনি ঘাগড়া গ্রামের ধনু মিয়ার ছেলে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

সূত্র : জাগো নিউজ

Similar Posts

error: Content is protected !!